ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিঞার সঙ্গে বৈঠকে বসেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার বেলা ৩টার দিকে সুপ্রিম কোর্টে এ বৈঠক শুরু হয়েছে।
Advertisement
এর আগেও তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করতে সুপ্রিম কোর্টে এসেছেন। আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।
বুধবার বিকেল ৩টা থেকে সুপ্রিম কোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির খাস কামরায় এই বৈঠক চলছে। এর আগে ৫ অক্টোবর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা দায়িত্ব নেয়ার পর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
ওইদিন বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞাকে দায়িত্ব পালনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
Advertisement
আইনমন্ত্রী বলেন, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে আইন মন্ত্রণালয় সেতুবন্ধন হিসেবে কাজ করে। এর আগেও দুইজন প্রধান বিচারপতি দায়িত্বে ছিলেন আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করে এ কথাই বলেছিলাম।
এফএইচ/আরএস/এমআরএম/আরআইপি/জেআইএম