বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের বিরুদ্ধে দায়ের করা নাশকতার ১৮টি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।
Advertisement
২০১৫ সালে বিএনপি জোটের সরকারবিরোধী আন্দোলন চলার সময় তাদের বিরুদ্ধে এসব মামলা করা হয়েছিল।
মামলাগুলো বাতিল চেয়ে করা একটি আবেদনের শুনানি শেষে বুধবার হাইকোর্টের বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বশিরউল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ মামলাগুলোর কার্যক্রম স্থগিতের আদেশ দেন।
একই সঙ্গে মামলাগুলো কেন বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে।
Advertisement
হাইকোর্টের আদেশের বিষয়টি জানিয়েছেন অ্যাডভোকেট মাসুদ রানা।
এফএইচ/এনএফ/আরআইপি