প্রথম টি-টোয়েন্টিতে হারের প্রতিশোধটা দারুণভাবেই নিলো অস্ট্রেলিয়া! গুয়াহাটিতে তারা জিতল রীতিমত দাপট দেখিয়ে। পেসার জেসন বেহরেনডর্ফের দুর্দান্ত পারফম্যান্সে ভর করে মঙ্গলবার রাতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারিরা।
Advertisement
এক বেহরেনডর্ফই একদম শেষ করে দিয়েছেন ভারতকে। বাঁহাতি এই পেসারের গতিঝড়ে মাত্র ১১৮ রানেই গুটিয়ে গিয়েছিল বিরাট কোহলির দল। জবাবে ২৭ বল হাতে রেখে সহজ জয় তুলে নিয়েছে ডেভিড ওয়ার্নারের অস্ট্রেলিয়া।
শুরুতে অবশ্য বিপদে পড়েছিল অস্ট্রেলিয়াও। ১৩ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসেছিল তারা । তবে ময়েস হেনড্রিকস আর ট্রাভিস হেডের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় পেতে ঘাম ঝড়াতে হয়নি সফরকারিদের। ৪৬ বলে ৬২ রান করেন হেনড্রিকস। হেড করেন ৩৪ বলে ৪৮।
এর আগে ব্যাটসম্যানদের ব্যর্থতায় টি-টোয়েন্টি মেজাজে খেলতে পারেনি ভারত। পুরো ওভার খেলেও ১১৮ রানের বেশি এগুতে পারেনি তারা। কেদর যাদবের ২৭ আর হার্দিক পান্ডিয়ার ২৫ রান ছাড়া বলার মত রান করতে পারেননি স্বাগতিক দলের কোনো ব্যাটসম্যান।
Advertisement
এমএমআর/আইআই