ক্যাম্পাস

বজ্রপাতের ঝুঁকি কমাতে বাকৃবিতে তালগাছ রোপণ

দেশে বজ্রপাতের ঝুঁকি কমাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১৫ হাজার তাল ও বিরল প্রজাতির সৌন্দর্যবর্ধনকারী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার দুপুর ১২টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে ওই কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। বাকৃবি ও প্লান্ট কনজারভেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের যৌথ উদ্যেগে এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

বৃক্ষরোপণের আগে ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগে সম্মেলন কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড.লুৎফুল হাসান, বোটানিক্যাল গার্ডেনের কিউরেটর অধ্যাপক ড. আ.খ.ম. গোলাম সারওয়ার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্ল্যান্ট কনজারভেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের চেয়্যারমান অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান।

Advertisement

প্রধান অতিথিরি বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর বলেন, সারিবদ্ধভাবে তালগাছ লাগানোর মাধ্যমে সৌন্দর্যবর্ধিত হয়। তালের ফল ও রস দুটিই সবার কাছে বেশ জনপ্রিয়।

তিনি আরও বলেন, তালগাছের শিকড় মাটির অনেক নিচ পর্যন্ত প্রবেশ করতে পারে, এ কারণে তালগাছ ঝড়ে হেলে পড়ে না কিংবা ভেঙে পড়ে না। তাল গাছ উঁচু হওয়ার কারণে বজ্রপাতের হাত থেকেও আমাদেরকে রক্ষা করে।

মো. শাহীন সরদার/এএম/আইআই

Advertisement