চোটের কারণে মাঠে না থাকলেও গ্যালালিতে থেকে দলকে উৎসাহ দিলেন বেল। তবে তার অভার ঠিকই টের পেল ওয়েলস। ঘরের মাঠে আয়ারল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ-স্বপ্ন শেষ হয়ে গেল বেল-রামসেদের।
Advertisement
বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে এ ম্যাচে জয়ের কোন বিকল্প ছিল না দুই দলের। ঘরের মাঠে শুরু থেকেই আয়ারল্যান্ড শিবিরে আক্রমণ করে খেলতে থাকে স্বাগতিক ওয়েলস। পুরো ম্যাচে প্রায় ৭২ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে গোলমুখে ১৬টি শট নিয়েও গোলের দেখা পায়নি দলটি।
পক্ষান্তরে ম্যাচের ৫৭ মিনিটে ডান প্রান্তে জেফ হেনড্রিকসের ক্রস থেকে গোল করে ২০০২-এর পর প্লে-অফ নিশ্চিত করে দলটির বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন টিকিয়ে রাখে।
এদিকে জর্জিয়ার বিপক্ষে শেষ ম্যাচে ১-০ গোলে জিতে গ্রুপ ‘ডি’-তে চ্যাম্পিয়ন হয়ে সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়েছে সার্বিয়া।
Advertisement
এমআর/জেআইএম