দেশজুড়ে

রোহিঙ্গাবাহী নৌকাডুবি : আরও ৯ মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবির ঘটনায় আরও ৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত উপজেলার সেন্টমার্টিন, শাহপরীর দ্বীপ ও হাবিরছরা থেকে মরদেহগুলো উদ্ধারা করা হয়। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে।

Advertisement

মঙ্গলবার সকালে টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত রোববার রাত ১০টার দিকে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার সময় রোহিঙ্গা বোঝাই নৌকাটি ডুবে যায়। পরে রাত ১টার দিকে দুইজনের মরদেহ ও ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়।

জীবিত উদ্ধার হওয়া এক রোহিঙ্গা জানান, মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে তারা ২৮ জন একটি নৌকায় করে বাংলাদেশে পালিয়ে আসছিলেন। নাফ নদীর ঘোটার চলে তাদের নৌকাটি হঠাৎ ডুবে যায়।

Advertisement

ওসি মাইন উদ্দিন খান বলেন, ঘটনার পর সোমবার রাত ১২টা পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত একজন শিশু ও আটজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সায়ীদ আলমগীর/আরএআর/জেআইএম