খেলাধুলা

২৮ বছর পর বিশ্বকাপে মিসর

দীর্ঘ ২৮ বছর, কম তো নয়! বিশ্বকাপে খেলার অপেক্ষা অবশেষে ঘুচল মিসরের। রোববার রাতে ইনজুরি টাইমে লিভারপুলের মো সালাহর গোলে কঙ্গোকে ২-১ গোলে হারিয়েছে ফারাওরা। এতে রাশিয়া বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে তারা।

Advertisement

১৯৯০ সালের পর একবারও বিশ্বকাপের মূলপর্বে খেলতে পারেনি মিসর। শনিবার তাদের গ্রুপের উগান্ডা আর ঘানার ম্যাচ ড্র হওয়ায় বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিতে জয় দরকার ছিল।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে নির্ধারিত সময় শেষে ১-১ গোলে সমতা ছিল। ইনজুরি টাইমে এসে পেনাল্টি পেয়ে যায় মিশর। মো সালাহ সুযোগটি নষ্ট করেননি। তার পেনাল্টি গোলেই জয় নিয়ে মাঠ ছেড়েছে ফারাওয়ের দেশটি। আফ্রিকা অঞ্চল থেকে নাইজেরিয়ার পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে তারা।

এত বছর পর বিশ্বকাপে খেলার সুসংবাদ পেয়ে আনন্দ উৎসবের ঢেউ উঠেছে মিসরের রাস্তায়। প্রিয় দলকে অভিনন্দন জানাতে ব্যানার-প্ল্যাকার্ড আর আতশবাজি নিয়ে রাস্তায় বের হন ভক্ত-সমর্থকরা।

Advertisement

এমএমআর/জেআইএম