ঈশ্বরদী সরকারি কলেজ কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এইচএসসি পরীক্ষার্থী লিমাকে অপহরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে অপহৃত লিমাকে এখনো উদ্ধার করা যায়নি বলে জানা গেছে। অপহরণকারীরা ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে।জানা যায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে ঈশ্বরদী মহিলা কলেজের ছাত্রী জান্নাতুল ফেরদৌস লিমা ও তার বান্ধবী রাত্রি দাসসহ আরো কয়েকজন ছাত্রী জীববিদ্যা বিষয়ের ব্যবহারিক পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন। সরকারি কলেজের মসজিদের সামনের রাস্তায় তারা গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এসময় একটি খালি সিএনজি তার সামনে এসে থামে। লিমা প্রথমে সিএনজিতে উঠার সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে সিএনজি তাকে নিয়ে সটকে পড়ে। তার সঙ্গী রাত্রী দাস জানান, এ ঘটনায় তিনি হতভম্ব হয়ে পড়নি এবং লিমার বাড়িতে খবর দেন। পাবনা সুগার মিলের কর্মচারি লিমার বাবা আদম বিশ্বাস ও মা জানান, ঘটনা জানার পর লিমার মোবাইলে ফোন দিলে অপরিচিত এক পুরুষ কণ্ঠ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে ওই মোবাইলে ফোন দিলে বন্ধ পাওয়া গেছে বলে লিমার বাবা জানিয়েছেন। এ ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।আলাউদ্দিন আহমেদ/এমজেড/এমএস
Advertisement