আন্তর্জাতিক

পিঁপড়া হত্যা করায় সৌদি যুবকের বিরুদ্ধে মামলা

আট বছর আগের ঘটনা। সৌদি আরবের একজন ব্যক্তি পিঁপড়া মারার অভিযোগে আরেকজন বাসিন্দার বিরুদ্ধে মামলা করতে যান। বাদীর অভিযোগ, অভিযুক্ত ব্যক্তির কর্মকাণ্ড ইসলামী শিক্ষার উদাহরণযোগ্য নয়।

Advertisement

তিনি আরও জানান, আল্লাহর সৃষ্ট জীবের মধ্যে পিঁপড়াও অন্তর্ভুক্ত এবং তাদেরও অধিকার রয়েছে। অভিযুক্তের ওপর ইসলামী আইন প্রয়োগেরও দাবি জানান তিনি।

বিচারক মুহাম্মদ আল ফায়েজ মামলা গ্রহণ করেন। তারপর বাদীর উদ্দেশে বলেন, ‘আপনার অভিযোগ গ্রহণ করা হয়েছে। তবে পিঁপড়ার বিচারক হিসেবে আমার কাছে এটা পরিষ্কার, যে পিঁপড়াটিকে অভিযুক্ত ব্যক্তি হত্যা করেছে তার অভিভাবকের কাছ থেকে বৈধ কোনো আইনজীবীর মাধ্যমে যোগাযোগ করা হয়নি।

তিনি আরও বলেন, বৈধ কোনো আইনজীবী এবং পিঁপড়া হত্যা করার ব্যাপারে কোনো সাক্ষী ছাড়া মামলাটি এগিয়ে নেয়া সম্ভব হবে না।

Advertisement

বিচারক এরপর বৈধ কোনো আইনজীবীর সাহায্যে পিঁপড়ার অভিভাবকের সঙ্গে যোগাযোগের ব্যাপারে বাদীকে পরামর্শ দেন। যদি তিনি সেটা করতে পারেন, তাহলে অভিযুক্তকে আদালতে তলব করবেন বিচারক।

বিচারকের প্রত্যুত্তরে বাদী অবাক হয়ে যান এবং কোনো প্রকার সাড়া না দিয়ে আদালত ছেড়ে চলে যান।

সূত্র : আল আরাবিয়া

কেএ/পিআর

Advertisement