খেলাধুলা

পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য ৩১৭ রানের

দুবাই টেস্টে কি ঘুরে দাঁড়াবে পাকিস্তান? নাকি সংযুক্ত আরব আমিরাতে এসে তাদের ধবলধোলাইয়ের লজ্জা দেবে শ্রীলংকা? উত্তরটা পাওয়া যেতে পারে আজ টেস্টের চতুর্থ দিনই। দ্বিতীয় ইনিংসে মাত্র ৯৬ রানে গুটিয়ে গিয়ে পাকিস্তানের সামনে ৩১৭ রানের জয়ের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে শ্রীলংকা।

Advertisement

প্রথম ইনিংসে ৪৮২ রানের বড় সংগ্রহ গড়েছিল শ্রীলংকা। জবাবে পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায় ২৬২ রানেই। ২২০ রানে পিছিয়ে থাকা সরফরাজের দলকে অবশ্য ফলো অন করায়নি লংকানরা। নিজেরাই দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমেছে। তবে ওয়াহাব রিয়াজের গতিঝড়ে ৯৬ রানেই গুটিয়ে গেছে দিনেশ চান্দিমালের দল।

দ্বিতীয় ইনিংসে শ্রীলংকার ব্যাটসম্যানদের কেউ ত্রিশের কোটাও ছুঁতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন ওপেনার কুশল মেন্ডিস। শেষদিকে নিরোশান ডিকওয়েলার ২১ আর রঙ্গনা হেরাথের ১৭ রানে কোনোমতে একশর কাছাকাছি পৌঁছেছে সফরকারিরা। পাকিস্তানের পক্ষে ৪টি উইকেট নিয়েছেন ওয়াহাব রিয়াজ। ৩টি নিয়েছেন হারিস সোহেল। ইয়াসির শাহ ২টি এবং মোহাম্মদ আব্বাস নিয়েছেন একটি উইকেট।

এমএমআর/আইআই

Advertisement