শিক্ষার্থীদের শুধু লেখাপড়া নয় খেলাধুলাও করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার সরকারি শারীরিক কলেজ চত্বরে পাঁচ দিনব্যাপী গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।তিনি বলেন, দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠ না থাকলে প্রয়োজনে পার্শ্ববর্তী কোনো প্রতিষ্ঠানের সাথে আলোচনা করে তাদের মাঠ ব্যবহার করতে হবে।মন্ত্রী বলেন, বর্তমান সরকার লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব দিতে ২০০৯ সাল থেকে প্রতিবছর সারাদেশের স্কুল-মাদরাসায় গ্রীষ্মকালীন ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা করেছে।তিনি বলেন, সরকার শিক্ষার্থীদের প্রতি লক্ষ্য রেখে খেলার আইটেম, খেলোয়াড়দের টিএ-ডিএ’র অর্থ ও মেডেলের মূল্যমান বাড়িয়েছে। এর ফলে শিক্ষার্থীরা অনেক বেশি উৎসাহ-উদ্দীপনার সাথে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া সমিতির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে শিক্ষা সচিব ড. মোহাম্মদ সাদিক, অতিরিক্ত সচিব মো. সোহরাব হোসাইন, স্বপন কুমার সরকার, মাউশি’র পরিচালক প্রফেসর দিদারুল আলম, প্রফেসর সজল কান্তি মন্ডল বক্তৃতা করেন।
Advertisement