আন্তর্জাতিক

জলবায়ু নিয়ে পোপের সুস্পষ্ট ও শক্তিশালী বার্তার প্রশংসায় ওবামা

জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় পদক্ষেপ গ্রহণের জন্য পোপের আহ্বানের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, কার্বন দূষণ হ্রাস ও পরিবেশবান্ধব জ্বালানির উৎস বাড়ানোর বৈশ্বিক প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র নেতৃত্ব দেবে।বৃহস্পতিবার এক বিবৃতিতে ওবামা বলেন, ‘বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় পদক্ষেপের জন্য পোপের সুস্পষ্ট, শক্তিশালী ও নৈতিক বার্তার আমি উচ্ছ্বসিত প্রশংসা ও স্বাগত জানাচ্ছি।’তিনি বলেন, ‘পোপ কি চমৎকারভাবে বললেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের সন্তান ও তাদের সন্তানদের রক্ষার দায়িত্ব আমাদের রয়েছে।’পোপ বৃহস্পতিবার বলেন, জলাবায়ু পরিবর্তনের ফলে সমস্যা সৃষ্টি এবং এ সমস্যা সমাধানে অর্থায়নের জন্য বিশ্বের ধনী দেশগুলোর অবশ্যই দায়বদ্ধতা রয়েছে।প্রায় ২শ’ পৃষ্টার এক প্রতিবেদনে বিশ্বের ১২০ কোটি ক্যাথলিক খ্রীস্টানের নেতা বর্তমান পরিস্থিতির জন্য মানুষের লোভ ও ভোগবিলাসিতার পাশাপাশি ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের দায়ী করেছেন।ওবামা বলেন, সেপ্টেম্বরের শেষ দিকে পোপ যখন হোয়াইট হাউস আসবেন তখন তিনি বিষয়টি নিয়ে তার সঙ্গে আলোচনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলার প্রচেষ্টায় ওয়াশিংটন অবশ্যই নেতৃত্ব দেবে বলেও জানান ওবামা। একে/পিআর

Advertisement