আন্তর্জাতিক

পাল্টাপাল্টি ভিসা স্থগিত, নতুন উত্তেজনায় যুক্তরাষ্ট্র-তুরস্ক

পাল্টাপাল্টি নন-ইমিগ্রেন্ট ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র ও তুরস্ক। এই ঘটনার পর ন্যাটো জোটের শক্তিশালী এই দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। খবর আল জাজিরা, বিবিসি।

Advertisement

গত সপ্তাহে তুরস্কে মার্কিন কনস্যুলেটের এক কর্মকর্তাকে আটকের অভিযোগে তুর্কি নাগরিকদের ভিসা বাতিল করে যুক্তরাষ্ট্র। এর মাত্র কয়েক ঘণ্টা পরেই তুরস্কও নন-ইমিগ্রেন্ট ভিসা স্থগিত করে।

ওয়াশিংটনে অবস্থিত তুর্কি দূতাবাসের তরফ থেকে জানানো হয়েছে, কনস্যুলেট এবং কর্মীদের নিরাপত্তা বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি যাচাইয়ের প্রয়োজন রয়েছে।

ওই বিবৃতির কয়েক ঘণ্টা পরেই আঙ্কারা থেকে মার্কিন দূতাবাসের তরফ থেকে প্রায় একই ধরনের বিবৃতি দেয়া হয়।

Advertisement

গত সপ্তাহে মার্কিন কনস্যুলেটের এক কর্মকর্তাকে ইস্তাম্বুল থেকে আটক করা হয়। তুরস্কের গত বছরের ব্যর্থ সেনা অভ্যত্থানের ঘটনায় ওই কনস্যুলেট কর্মীর সংশ্লিষ্টতার বিষয়ে সন্দেহ থেকেই তাকে আটক করা হয়।

এ ধরনের ঘটনায় নিন্দা জানিয়েছে ওয়াশিংটন। তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদোলু নিউজ এজেন্সির এক খবরে জানানো হয়েছে, আটক হওয়া ওই কনস্যুলেট কর্মী তুরস্কের নাগরিক।

টিটিএন/জেআইএম

Advertisement