মানিকগঞ্জে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভরত এলাকাবাসীর ওপর পুলিশের ফাঁকা গুলি, টিয়ার গ্যাসের শেল ও লাঠিপেটা করার প্রতিবাদে জেলায় আগামীকাল সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে এলাকাবাসী।মঙ্গলাবার মানিকগঞ্জ পৌর নাগরিক সমাজ বুধবার সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেন। নাগরিক সমাজের প্রতিনিধি আজাহারুল ইসলাম বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা ও টিয়ার গ্যাসের শেলে অর্ধশতাধিক আহত হয়েছেন। এর প্রতিবাদে এই হরতাল আহবান করা হয়েছে।এর আগে বেলা সোয়া ১১টা থেকে দুইটা পর্যন্ত জেলার খালপাড়া এলাকায় দফায় দফায় বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিপেটা, ফাঁকা গুলি, টিয়ার গ্যাসের শেল ছোড়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, গ্যাসের দাবিতে মানিকগঞ্জের পৌর মেয়র মো. রমজান আলী বেলা পৌনে ১১টার দিকে পৌরবাসীদের সঙ্গে নিয়ে সমাবেশ করেন। মানিকগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে (বিজয়মেলা) ওই সমাবেশ হয়। বেলা সোয়া ১১টার দিকে সমাবেশস্থল থেকে প্রায় এক হাজার এলাকাবাসী মানিকগঞ্জে তিতাস গ্যাস কার্যালয় ঘেরাও করার জন্য রওনা হন।পৌর মেয়র রমজান আলী জানান, পুলিশের লাঠিপেটা, টিয়ার গ্যাসের শেলের আঘাতে প্রায় অধর্শত লোক আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে নয়জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, বিক্ষোভকারীদের ছোড়া ইটপাটকেলে ১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া নেয়া হবে।
Advertisement