বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা একের পর এক সেঞ্চুরি করেই যাচ্ছে। সেখানে কেন পিছিয়ে থাকবে প্রোটিয়া বোলাররা। সেঞ্চুরি করতে না পারলেও, হাফসেঞ্চুরি ঠিকই করেছেন প্রোটিয়া বোলার কাগিসো রাবাদা! সৌম্য সরকারের উইকেট তুলে নেয়ার মাধ্যমে এই বছরই তিনি ৫০টি উইকেট নেয়ার মাইলফলক স্পর্শ করেছেন।
Advertisement
এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি দুইটি উইকেট নিয়েছেন। ফলে তার এ বছর মোট উইকেট সংখ্যা ৫১। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেই এই ফাস্ট বোলার ৫টি উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে গিয়ে তিনি কোথায় থামেন, সেটাই এখন দেখার বিষয়।
২২ বছর বয়সী এই ফাস্ট বোলারের ২০১৫ সালে অভিষেক হয় মোহালীতে ভারতের বিপক্ষে। সে ম্যাচে একটি উইকেট পেলেও এখন পর্যন্ত টেস্টে রাবাদার মোট উইকেট ৯৪টি।
২১টি টেস্ট ম্যাচ খেলে ৩.৪৫ ইকোমিতে ২৪.৫০ এভারেজ এই প্রোটিয়া ফাস্ট বোলারের।
Advertisement
এমএএন/এমএমআর/আইআই