খেলাধুলা

ছয়শ রান করা সম্ভব : লিটন

ব্যাটসম্যানদের ব্যর্থতায় ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। টাইগারদের সামনে ইনিংস হারের শঙ্কা। তবে এর মধ্যেও আশার আলো দেখছেন প্রথম ইনিংসে টাইগারদের পক্ষে একমাত্র হাফ সেঞ্চুরি করা লিটন দাস। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় ইনিংসে ছয়শ রানও করা সম্ভব বলে তিনি মনে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

Advertisement

দ্বিতীয় দিনের খেলা শেষে লিটন দাস বলেন, ‘ প্রথম ইনিংসে আমরা ভাল করতে পারিনি। চেষ্টা করব যেন দ্বিতীয় ইনিংসে ভাল খেলা যায়। এমন কিছু তো হতেই পারে, এখান থেকে আমাদের কোনো ব্যাটসম্যান দুইশ মেরে দিতে পারে। কোনো কিছুই অসম্ভব না। আমরা দ্বিতীয় ইনিংসে ছয়শও করতে পারি। তখন দক্ষিণ আফ্রিকা আবার ব্যাটিংয়ে আসতে পারে।’

সৌম্য সরকার ও মুমিনুল হকের বিদায়ের পর বাংলাদেশ তাকিয়ে ছিল মুশফিকুর রহীমের দিকে। তবে সেও হতাশ করেছে টেম্বা বাভুমার দুর্দান্ত এক ক্যাচে পরিণত হয়ে। লিটন মনে করেন, এই ক্যাচটাই আমাদের চাপে ফেলে দিয়েছে। বাভুমা অসাধারণ একটা ক্যাচ নিয়েছে। মুশফিক ভাই টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে অনেক ভাল। কয়েক বছর ধরে ভাল খেলছেন। এ রকম একটা ক্যাচ যদি এভাবে কেউ নিয়ে নেয় একটু চাপ আসে দলের ওপর।” তিনি আরও বলেন, ‘আমরা ভাল দল, এর চেয়ে ভাল খেলতে পারি। কিন্তু ক্রিকেটে অনেক কিছুই হয়। এটা মেনে নিতে হবে আপনাকে।’

এমআর/এমএস

Advertisement