দেশজুড়ে

পুরো পরিবারকে অচেতন করে সর্বস্ব লুট

বাগেরহাট সদর উপজেলার একটি পল্লীতে সহকারী এক ঠিকাদারের পরিবারের ৪ জনকে অচেতন করে সর্বস্ব লুটে নিয়েছেন দুর্বৃত্তরা। শুক্রবার সেহেরীর সময় স্থানীয়রা ওই ৪ জনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনার পর শুক্রবার সকালে বাগেরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অসুস্থরা হলেন, বাগেরহাট সদর উপজেলার সুগন্ধী গ্রামের সহকারী ঠিকাদার আমজাদ আলী (৪৫), তার স্ত্রী সাহিদা বেগম (৩৪), মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী তন্নী (১৪), ছেলে সাকিব (১১)। গৃহকর্তা আমজাদ আলীর শ্যালক স্থানীয় সুগন্ধী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মো. শাহজাহান জাগো নিউজকে বলেন, সেহেরীর খাওয়ার সময় পাশের বাড়ির লোকজন ওই বাড়িতে তাদের ডাকতে গিয়ে দরজা খোলা দেখতে পান এবং সবাইকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে নিকট আত্মীয়দের খবর দেন। পরে স্বজনরা এসে তাদেরকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। তুলনামূলক কম অসুস্থ আহত একজনের কাছ থেকে জানা গেছে, দুর্বৃত্তরা রান্না করা খাবারের সঙ্গে চেতনাশক ওষুধ মিশিয়ে রেখেছিলেন। রাতের খাবার খাওয়ার পর বাড়ির সকলেই অচেতন হয়ে পড়েন। পরে গভীর রাতে দুবৃত্তরা ঘরের টিনের বেড়া কেটে প্রবেশ করে স্বর্ণালঙ্কার ও নগদ  অর্থসহ গুরুত্বপূর্ণ মালামাল লুটে নেন। বাগেরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোজাম্মেল হোসেন জাগো নিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতরা সুস্থ হলে তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেয়া হবে।শওকত আলী বাবু/এমজেড/এমএস

Advertisement