প্রথমার্ধে মাঠে ছিলেন না রোনালদো। গোলের দেখাও পায়নি পর্তুগাল। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে নিজে গোল করলেন। গোলের দেখা পেলেন আন্দ্রে সিলভাও। আর তাদের গোলে অ্যান্ডোরাকে ২-০ গোলে হারিয়ে সরাসরি রাশিয়া বিশ্বকাপে খেলার আশাও টিকিয়ে রাখল পর্তুগাল।
Advertisement
প্রতিপক্ষের মাঠে দলের সেরা তারকা রোনালদোকে বাইরে রেখেই মাঠে নামে পর্তুগাল। শুরু থেকে অগোছালো আক্রমণে আর গোলের দেখা পায়নি দলটি। দ্বিতীয়ার্ধের শুরুতেই রোনালদোকে নামান কোচ ফের্নান্দো সান্তোস। মাঠে নেমেই দলকে এগিয়ে দেন রোনালদো। ম্যাচের ৬৩ মিনিটে ছয় গজ বক্সের বাইরে বল নিয়ন্ত্রণে নিয়ে ঠান্ডা মাথায় বল জালে জড়ান রিয়াল মাদ্রিদ তারকা। এই গোল নিয়ে এবারের বাছাইপর্বে আট ম্যাচে ১৫ গোল করলেন রোনালদো।
ম্যাচের ৮৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এসি মিলানের ফরোয়ার্ড আন্দ্রে সিলভা। বাকি সময় আর গোল না হলে জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে গতবারের ইউরো চ্যাম্পিয়নরা। এ জয়ে নয় ম্যাচে আট জয়ে ২৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে পর্তুগাল।
এমআর/এমএস
Advertisement