জাপানের রাজধানী টোকিওতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এতে দেশটির রাজধানী টোকিওতে বিভিন্ন ঘরবাড়ি কেঁপে ওঠে। জাপান আবহাওয়া সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তি ছিল টোকিওর পূর্বাঞ্চলীয় ইবারাকির দক্ষিণে ও ভূপৃষ্ঠের ৫০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে এক মিনিটেরও বেশি সময় ধরে ভবনগুলো কাঁপতে থাকে। উল্লেখ্য, বিশ্বের শক্তিশালী ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে জাপানের অবস্থান পঞ্চম।
Advertisement