আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মানবতার বাতিঘর। তার কারণেই বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় পেয়েছে।
Advertisement
তিনি বলেন, প্রধানমন্ত্রীর জন্য এতগুলো মানুষ নতুন জীবন পেয়েছে। প্রধানমন্ত্রী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে প্রায় তিন সপ্তাহের সফর শেষে দেশে ফেরার পর শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা কমিটমেন্ট নিয়ে কাজ করেন বলেই তিনি সফল। প্রধানমন্ত্রী মাদার অব হিউম্যানিটি। সুনামগঞ্জ থেকে সুন্দরবন, কুতুবদিয়া থেকে তেঁতুলিয়া সবখানে শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ সবাই।
কাদের বলেন, কেন এ কথা বলছি, তার কারণ আমি বলেছিলাম পদ্মা সেতুর এত বড় একটা উদ্বোধন হতে যাচ্ছে, আপনি থাকবেন না? সে সময় তিনি নিজেই বলেছেন, আমার জন্য পদ্মা সেতুর কাজ এক মিনিটও থেমে থাকবে না। তার কাছে দেশের মানুষ ও অগ্রগতি সবার আগে।
Advertisement
এফএইচএস/এমআরএম/জেআইএম