ফিচার

যানজটে ডিভাইডার পার হচ্ছে হাতি

ঢাকা শহরে যানজট নতুন কিছু নয়। প্রতিনিয়তই মানুষ যানজটের কবলে পড়ে তিক্ত অভিজ্ঞতা অর্জন করে। সকালে অফিসে যাওয়ার পথে ভোগান্তিতে পড়তে হয় আবার অফিস থেকে বাসায় ফেরার পথেও দুর্ভোগের শেষ নেই।

Advertisement

নগরবাসী এমন যানজটকে নিত্যনৈমিত্তিক বিষয় হিসেবেই মেনে নিয়েছে। তবে এবার যানজটের কবলে পড়ে বিরক্ত হয়েছে দীর্ঘকায় প্রাণি হাতি। যানজটের কবলে পড়ে দাঁড়িয়ে থাকতে থাকতে অসহ্য হয়ে যায় হাতিটি। পিঠে বসে মাহুতেরও কিছু করার নেই।

আরও পড়ুন- বিরিয়ানির হাঁড়িতে লাল কাপড় থাকে কেন?

অবশেষে হাতিটিই সিদ্ধান্ত নিয়ে নেয়। উপায়ান্তর না দেখে রাস্তার ডিভাইডার পার হয়ে চলে যায় রাস্তার উল্টো পাশে। সেখানে রাস্তা ফাঁকাই ছিলো। ফাঁকা রাস্তা পেয়ে হেঁটে চলে গেল অনেক দূর।

Advertisement

শনিবার সকালের দিকে এমন একটি দৃশ্য পথচারীসহ আশপাশের মানুষকে বিনোদিত করেছে। ঘটনাটি বিমানবন্দর এলাকার পাশে একটি ওভারব্রিজের নিচের। হাতির বুদ্ধিমত্তা দেখে আটকে থাকা যাত্রীরা হাতিকেই জ্ঞানী বলে আখ্যা দিলেন।

এসইউ/এমএস