দেশজুড়ে

নৌকাবাইচ প্রতিযোগিতায় সংঘর্ষে আহত ১০

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকাবাইচ প্রতিযোগিতায় দু'পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বড়হর ইউনিয়নের তেতুলিয়া গ্রামে ফুলজোড় নদীতে তানভীর ইমাম পানসী নৌকাবাইচ প্রতিযোগিতা চলাকালে এ সংঘর্ষ বাধে।

Advertisement

সংঘর্ষে আহতদের মধ্যে আব্দুল আলিম, ছবুর খান, ডা. শাহীন, আঙ্গুর, ইমতিয়াজ, বুদ্ধু মন্ডলকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

নৌকাবাইচ প্রতিযোগিতার সভাপতি রফিকুল ইসলাম খোকন জানান, ঈদুল আজহার দুদিন আগে উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমামের নামে তেতুলিয়া গ্রামে ফুলজোড় নদীতে পানশী নৌকা বাইচের আয়োজন করা হয়। শুক্রবার প্রতিযোগিতার সেমি ফাইনালে ব্রহ্মকপালিয়া গ্রামের রয়েল বেঙ্গল নৌকার সঙ্গে অলিপুর গ্রামের স্বাধীন বাংলা নৌকার হাড্ডাহাড্ডি লড়াই হয়। পরে রেফরি অলিপুরের নৌকাটিকে বিজয়ী ঘোষণা করেন।

এ পরাজয় মেনে নিতে পারেনি ব্রহ্মকপালিয়ার লোকজন। ক্ষিপ্ত হয়ে তারা পরবর্তী বাইচে অংশ না নিয়ে নৌকা নিয়ে বাড়ি ফেরার পথে নদীতে দায়িত্বরত রেফারির নৌকার উপর হামলা চালায়। এসময় তারা বৈঠা দিয়ে এলোপাথাড়ি মারপিট করতে থাকে। পরে কমিটির নৌকা ডুবিয়ে দিয়ে চলে যায়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে।

Advertisement

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মহসীন আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এমএস