জাতীয়

বুধবার পাস হচ্ছে সংবিধানের ষোড়শ সংশোধন

বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদে ফিরিয়ে দিতে সংবিধানের ষোড়শ সংশোধনের প্রস্তাব আগামীকাল বুধবার সংসদে পাস হবে। মঙ্গলবার জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এ তথ্য নিশ্চিত করেছেন।গত ৭ সেপ্টেম্বর ‘সংবিধান (ষোড়শ সংশোধন) বিল-২০১৪’ সংসদে উত্থাপনের পর পরীক্ষা-নিরীক্ষার জন্য এক সপ্তাহ সময় দিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। সংসদীয় কমিটি দুটি বৈঠকের পর বিল নিয়ে তাদের সুপারিশসহ প্রতিবেদন রোববার সংসদে উপস্থাপন করে।সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সংবিধান সংশোধন বিল পাসের যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে গ্রহণ করা হয়েছে।সংবিধান সংশোধনের বিল কণ্ঠভোটের সঙ্গে সঙ্গে বিভক্তি ভোটের মাধ্যমে পাস করানোর বিধান রয়েছে। এলক্ষ্যে ভোটের ব্যালটও তৈরি করা হয়েছে।সংসদ সদস্যরা কণ্ঠভোটে বিলটি পক্ষে-বিপক্ষে ভোট দেয়ার পর লবিতে রাখা ব্যালটে স্বাক্ষরের মাধ্যমেও ভোট দেবেন।

Advertisement