‘শিরোনামহীন’ ব্যান্ডের হয়ে আর মঞ্চ কিংবা টেলিভিশনে গাইবেন না জনপ্রিয় এ ব্যান্ড দলের ভোকাল তানযীর তুহিন। শুক্রবার সন্ধ্যায় ব্যক্তিগত কারণ দেখিয়ে শিরোনামহীন ছাড়ার ঘোষণা দেন তিনি।
Advertisement
শিরোনামহীন ব্যান্ডের জিয়াউর রহমান জিয়া (বেজ) জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তবে কে হচ্ছেন শিরোনামহীনের নতুন ভোকালিস্ট? এমন প্রশ্ন এ ব্যান্ডটির ভক্ত ও শোবিজ জগতে ঘুরছে শুক্রবার রাত থেকেই। তবে অর্থহীন ও ওয়ারফেজ ব্যান্ডে ভোকাল হিসেবে পারফর্ম করা শেখ ইশতিয়াককে শিরোনামহীনের নতুন ভোকালিস্ট হিসেবে দেখা যেতে পারে বলে সূত্রে জানা গেছে।
ইতোমধ্যে তুহিনের পরিবর্তে একাধিক ভোকালিস্টের সঙ্গে কথা বলেছে তারা। শিরোনামহীনের জিয়াউর রহমান জিয়া (বেজ) বলেন, ‘আমরা ইতোমধ্যে অনেকের অডিশন নিয়েছি। সবার মতামতে এখনও এগিয়ে আছেন শেখ ইশতিয়াক। সব কিছু ঠিক থাকলে তাকেই দেখা যেতে পারে শিরোনামহীনের হয়ে মঞ্চ মাতাতে।
তিনি আরও বলেন, এ সিদ্ধান্তসহ সব সিদ্ধান্ত তানযীর তুহিনের মতামত নিয়েই নেয়া হয়েছে। তিনি সম্মতি দিয়েছেন।
Advertisement
উল্লেখ্য, শেখ ইশতিয়াক অর্থহীন ও ওয়ারফেজ ব্যান্ডে ভোকাল হয়ে এর আগেও মঞ্চ মাতিয়েছেন একাধিকবার।
এনই/এআরএস