ভারতের বিপক্ষে এই প্রথম ৩০০ রানের কোটা পার করলো বাংলাদেশ। বৃহস্পতিবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সব কয়টি উইকেট হারিয়ে ৩০৭ রান করতে সক্ষম হয়। এই স্কোরে ভারতের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে ২০১০ সালে ২৯৬ রান ছিল ভারতের বিপক্ষে টাইগারদের সেরা সংগ্রহ।এই ম্যাচে ভারতের বিপক্ষে দেশের হয়ে সর্বোচ্চ উদ্বোধনী রানের রেকর্ডও গড়েছেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। তাদের উদ্বোধনী আসে জুটিতে ১০২ রান। এর আগে ভারতের বিপক্ষে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল তামিম ও ইমরুল কায়েসের। ২০১০ সালের জানুয়ারিতে মিরপুর স্টেডিয়ামেই তারা ৮০ রানের ওপেনিং জুটি গড়েন।প্রথম উইকেট জুটিতে মাত্র ৪০ বলে দলীয় অর্ধশত রান করে বাংলাদেশ। ভারতের বিপক্ষে এটা দ্বিতীয় দ্রুততম দলীয় অর্ধশত। ২০১১ বিশ্বকাপে তামিম ইকবাল এবং ইমরুল কায়েস মাত্র ৩০ বলে দলীয় অর্ধশত করেছিলেন।আরটি/আরএস
Advertisement