দেশজুড়ে

ফরিদপুরে ৪২ জেলের কারাদণ্ড, ১২ মণ ইলিশ জব্দ

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকারের অপরাধে ফরিদপুরে ৪২ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

শুক্রবার ভোর রাত থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জেলার সদরপুর উপজেলার চর নাসিরপুর, দিয়ারা নারিকেল বাড়ীয়া, ঢেউখালী ও আকুটের চরসহ পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও মৎস্য অধিদফতর। এ সময় ১২ মণ ইলিশ জব্দ করা হয়। এছাড়াও আট লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল জানান, অভিযানে ৪২ জন জেলেকে আটক করে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড হয়েছে । সরকারি আদেশ অমান্য করায় আটক জেলেদের দণ্ড বিধি-১৮৬০ সালের ১৮৮ ধরায় মোতাবেক এই সাজা দেয়া হয়েছে।

তিনি বলেন, জব্দকৃত কারেন্ট জাল সবার সম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ইলিশ মাছ সদরপুরের বিভিন্ন এতিমখানায় বণ্টন করে দেয়া হয়।

Advertisement

সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা আক্তার পান্না ও সদরপুর থানা পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

এস এম তরুন/আরএআর/জেআইএম