খেলাধুলা

নিরাপত্তা পরিকল্পনায় সন্তুষ্ট জাপান

যে ৭ বিদেশি দল ঢাকায় আসছে এশিয়া কাপ হকিতে অংশ নিতে তাদের মধ্যে কেবল জাপানই ঢাকার নিরাপত্তা পরিকল্পনা নিয়ে বেশি খোঁজ-খবর নিয়েছে। তারা নিরাপত্তার পরিকল্পনাও জানতে চেয়েছিল আয়োজকদের কাছে। এ বিষয়ে এশিয়ান হকি ফেডারেশনের ইভেন্ট অ্যান্ড স্পোর্টস ডাইরেক্টর এলিজাবেথ ফার্স্ট বলেছেন, ‘জাপানের উদ্বিগ্ন হওয়ার কারণও ছিল। হলি আর্টিজেনে সন্ত্রাসি হামলায় তাদের কিছু নাগরিক মারা যায়। যে কারণে তারা নিরাপত্তার বিষয়টি জানতে চেয়েছিল। আমরা নিরাপত্তা পরিকল্পনার ছকটা তাদের জানিয়েছি। এখন সন্তুষ্ট। এখন আর কোনো প্রশ্ন উঠবে না বলে আমি মনে করি। আর কোনো সমস্যা নেই। ’

Advertisement

টুর্নামেন্টের নিরাপত্তা নিশ্চিত নিয়ে বাংলাদেশ হকি ফেডারেশনের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগের কথা উল্লেখ করে এলিজাবেথ বলেন, ‘নিরাপত্তা পরিকল্পনার পুরো বিষয়টা হকি ফেডারেশন আমাদের যেভাবে দিয়েছে তাতে আমরা খুবই সন্তুষ্ট । আমি মনে করি এখানে নিরাপত্তা নিয়ে একটা ভালো অভিজ্ঞতা আমাদের রয়েছে। সম্প্রতি বাংলাদেশে অস্ট্রেলিয়া ক্রিকেট দল খেলে গেছে। ওরা আমাদের বলেছে কতটুকু নিরাপত্তা দিয়েছে বাংলাদেশ। একই নিরাপত্তা দেয়া হবে এশিয়া কাপ হকিতে অংশ নেয়া দলগুলোর। এটা খুবই ভালো হবে।’

নিরাপত্তা নিয়ে টুর্নামেন্ট কমিটির সম্পাদক মামুনুর রশিদ বলেছেন, ‘বৃহস্পতিবার ডিএমপি হেড কোয়ার্টারে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মিটিং করেছি। আমাদের পুলিশ প্রশাসন এর আগে অনেক ইভেন্ট সফলতার সঙ্গে শেষ করেছে। তারা জানে বিদেশি দলগুলোকে কিভাবে নিরাপত্তা দিতে হয়। নিরপত্তা পরিকল্পনাগুলো তাদের মুখস্থ। পুলিশ একটা অ্যাকশন প্লান দিয়েছে। বিমানবন্দর থেকে হোটেল। হোটেল থেকে ভেন্যু। দায়িত্বপ্রাপ্ত সিকিউরিটি এজেন্সি সবার সঙ্গে সমন্বয় করেই কাজ করছে। আমরা সব গুছিয়ে ফেলেছি এবং সেটা জাপানকে জানিয়েছি। তারা থাকবে হোটেল সোনার গাঁয়ে। ওটাই তাদের চাহিদা ছিল।’

আরআই/আইএইচএস/জেআইএম

Advertisement