নাইজেরিয়ার সামরিক আদালতে দেশটির ১২ সেনার মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। বিদ্রোহ এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে হত্যা চেষ্টার অভিযোগে মঙ্গলবার তাদের বিরুদ্ধে এই রায় ঘোষণা করা হয়। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৫ জনকে খালাস দেয়া হয়েছে।চূড়ান্ত অনুমোদনের পর ওই ১২ জনকে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে জানা গেছে। তবে দণ্ডপ্রাপ্ত সেনারা তাদেরকে নির্দোষ দাবি করেছেন।প্রসঙ্গত, গত ১৩মে নাইজেরিয়ার বোকো হারাম নিয়ন্ত্রিত উত্তরপূর্বাঞ্চলে এই বিদ্রোহের ঘটনা ঘটে। -আল-জাজিরা
Advertisement