টানা দুই সপ্তাহ পতনের পর ঘুরে দাঁড়িয়েছে দেশের শেয়ারবাজার। শেষ সপ্তাহে এক কার্যদিবস কম লেনদেন হলেও প্রধান প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচক ও লেনদেন উভয় বেড়েছে।
Advertisement
শেষ সপ্তাহের চার কার্যদিবসে (২ থেকে ৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছে প্রায় দুই শতাংশ। আর দৈনিক গড় লেনদেন বেড়েছে ৩৩ শতাংশের ওপরে। এর মাধ্যমে দুই সপ্তাহ দরপতনের পর শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।
এর আগে পবিত্র ঈদুল আজহার আগে দেশের শেয়ারবাজারে দেখা দেয়া চাঙা প্রবণতা ঈদের পরের দুই সপ্তাহ অব্যাহত থাকে। ফলে টানা তিন সপ্তাহ মূল্য সূচকের বড় উত্থান হয়। তবে টানা তিন সপ্তাহ ঊর্ধ্বমুখী থাকার পর পর দুই সপ্তাহে মূল্য সূচক ও লেনদেন উভয় কমে।
এ পরিস্থিতি থেকে শেষ সপ্তাহে শেয়ারবাজারে আবার ঊর্ধ্বমুখী প্রবণতা ফিরে আসায় সপ্তাহের চার কার্যদিবসের মধ্যে তিনদিনই মূল্য সূচকের বড় উত্থান ঘটেছে। প্রতিদিনই দর বেড়েছে লেনদেন হওয়া সিংহভাগ প্রতিষ্ঠানের।
Advertisement
সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১০৯ দশমিক ৪৭ পয়েন্ট বা ১ দশমিক ৮০ শতাংশ। আগের সপ্তাহে এ সূচকটি কমে ছিল ৭৭ দশমিক ৬৪ পয়েন্ট বা ১ দশমিক ২৬ শতাংশ।
অপর দুটি সূচকের মধ্যে শেষ সপ্তাহে ডিএসই-৩০ সূচক বেড়েছে ২৩ দশমিক ৮২ পয়েন্ট বা ১ দশমিক শূন্য ৯ শতাংশ। আগের সপ্তাহে এ সূচকটি কমে ১৯ দশমিক ৯২ পয়েন্ট বা দশমিক ৯১ শতাংশ।
অপরদিকে অন্য দুটি সূচকের তুলনায় ডিএসই শরিহ সূচকের উত্থান কিছুটা কম হয়েছে। শেষ সপ্তাহে ডিএসই শরিহ সূচক বেড়েছে ৪ দশমিক শূন্য ৫ পয়েন্ট বা দশমিক ৩০ শতাংশ। আগের সপ্তাহে এ সূচকটি কমে ১৬ দশমিক শূন্য ৩ পয়েন্ট বা ১ দশমিক ১৮ শতাংশ।
সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে ১৭৩টিরই দর আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম।
Advertisement
শেষ সপ্তাহে মূল্য সূচক বাড়ার পাশাপাশি বেড়েছে মোট ও দৈনিক গড় লেনদেনের পরিমাণ। সপ্তাহের চার কার্যদিবসের প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৯১৭ কোটি ৫১ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৬৮৮ কোটি ৭১ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ২২৮ কোটি ৮০ লাখ টাকা বা ৩৩ দশমিক ২২ শতাংশ।
অপরদিকে শেষ সপ্তাহের চার কার্যদিবসে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৬৭০ কোটি ৭ লাখ টাকা। আগের সপ্তাহজুড়ে লেনদেন হয় ৩ হাজার ৪৪৩ কোটি ৫৮ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেন বেড়েছে ২২৬ কোটি ৪৯ লাখ টাকা।
গত সপ্তাহে মোট লেনদেনের ৮৮ দশমিক ২৪ শতাংশই ছিল ‘এ’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ারের দখলে। এছাড়া বাকি ৩ দশমিক ৫৩ শতাংশ ‘বি’ ক্যাটাগরিভুক্ত, ৬ দশমিক ৯৫ শতাংশ ‘এন’ ক্যাটাগরিভুক্ত এবং ১ দশমিক ২৮ শতাংশ ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ারের।
এদিকে গত সপ্তাহে মূল্য সূচক ও লেনদেন বাড়ার পাশাপাশি ডিএসইর বাজার মূলধনের পরিমাণও বেড়েছে। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ১২ হাজার ৬৬৭ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৪ লাখ ৭ হাজার ২০৮ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ৪৫৯ কোটি টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এক্সিম ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ১৭১ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা সপ্তাহজুড়ে হওয়া মোট লেনদেনের ৪ দশমিক ৬৭ শতাংশ।
দ্বিতীয় স্থানে থাকা আমরা নেটওয়ার্কের শেয়ার লেনদেন হয়েছে ১৪৬ কোটি ২৫ লাখ টাকা, যা সপ্তাহের মোট লেনদেনের ৩ দশমিক ৯৯ শতাংশ। ১৩১ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক।
লেনদেনে এরপর রয়েছে- প্রিমিয়ার ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, উত্তরা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ঢাকা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক এবং সিটি ব্যাংক।
এমএএস/এমআরএম/জেআইএম