অর্থনীতি

পছন্দের শীর্ষে সোনার বাংলা ইন্স্যুরেন্স

শেষ সপ্তাহজুড়ে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের ক্ষেত্রে পছন্দের শীর্ষ ছিল সোনার বাংলা ইন্স্যুরেন্স। ফলে সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির শেয়ার মূল্যে বড় ধরনের উত্থান ঘটেছে।

Advertisement

অপরদিকে প্রতিষ্ঠানটির শেয়ার ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসায় অনেক বিনিয়োগকারী সোনার বাংলা ইন্স্যুরেন্সের শেয়ার বিক্রি করতে চাননি। ফলে এই বীমা কোম্পানির শেয়ার খুব বড় অঙ্কের হয়নি।

সপ্তাহের চার কার্যদিবসে (২ অক্টোর থেকে ৫ অক্টোবর) প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ১৪ লাখ টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ২ কোটি ৩ লাখ টাকা।

তবে বিয়োগকারীরা প্রতিষ্ঠানটির শেয়ার বিক্রি করতে না চাওয়া শেয়ার মূল্যে বড় ধরনের উত্থান ঘটেছে। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য বেড়েছে ২১ দশমিক ২০ শতাংশ। আর টাকার অঙ্কে ৩ টাকা ৯০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে সোনার বাংলা ইন্স্যুরেন্সের প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ২২ টাকা ৩০ পয়সায়। যা তার আগের সপ্তাহ শেষে ছিল ১৮ টাকা ৪০ পয়সা।

Advertisement

ডিএসইর তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) সোনার বাংলা ইন্স্যুরেন্সের মুনাফা হয়েছে ২ কোটি ৯১ লাখ টাকা। এর মধ্যে এপ্রিল-জুন প্রান্তিকে মুনাফা হয়েছে ১ কোটি ৪১ লাখ টাকা। আর জানুয়ারি-মার্চ প্রান্তিকে মুনাফা হয় ১ কোটি ৫৩ লাখ টাকা।

পুঁজিবাজারের ভালো কোম্পানি বা ‘এ’ গ্রুপের অন্তরর্ভূক্ত এ প্রতিষ্ঠানটি ২০০৯ সাল থেকেই ধারাবাহিকভাবে বিনিয়োগকারীদের ১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ দিয়ে আসছে। তবে শেষ আট বছরের মধ্যে মাত্র দু’বার এই কোম্পানিটি বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দিয়েছে।

এর মধ্যে ২০১৫ সালে ৫ শতাংশ এবং ২০১৪ সালে ৬ শতাংশ নগদ লভ্যাংশ দেয়া হয়। সে হিসেবে দেখা যাচ্ছে সোনার বাংলা ইন্স্যুরেন্স বছরের পর বছর ধরে বিনিয়োগকারীদের নগদ সুবিধা না দিয়ে কাগজ (বোনাস শেয়ার) ধরিয়ে দিয়ে নিজেদের মূলধন বাড়িয়েছে।

এই সাধারণ বীমা কোম্পানিটির মোট শেয়ারের ৩১ দশমিক ৭৮ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের ৪৪ দশমিক শূন্য ৮ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ২৪ দশমিক ১৪ শতাংশ শেয়ার।

Advertisement

এদিকে শেষ সপ্তাহে সোনার বাংলা ইন্স্যুরেন্সের পরেই বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল ঢাকা ব্যাংক। সপ্তাহজুড়ে এই ব্যাংকটির শেয়ার দাম বেড়েছে ১৪ দশমিক ৪৯ শতাংশ। এর পরেই রয়েছে ট্রাস্ট ব্যাংক। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৪ দশমিক ৩২ শতাংশ।

এছাড়া শেষ সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ার দাম ১৪ দশমিক শূন্য ৮ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ১৩ দশমিক ১৪ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ১০ দশমকি ৯৫ শতাংশ, ডাচ বাংলা ব্যাংকের ১০ দশমিক ৭৭ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের ১০ দশমিক ৬৯ শতাংশ, ব্যাংক এশিয়ার ১০ দশমিক ৬৮ শতাংশ এবং রূপালী ব্যাংকের ১০ দশমিক শূন্য ৪ শতাংশ দাম বেড়েছে।

এমএএস/একে/পিআর