অস্ট্রেলিয়ায় প্রবাসী বাঙালিদের সংগঠন দিগন্ত অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজন করেছে প্রতিভা অন্বেষণ কার্যক্রম। সংগীত ও নৃত্য এই দুই শাখার প্রতিযোগিতায় বিচারক হয়ে সেখানে গেছেন নৃত্যশিল্পী শামীম আরা নীপা, চিত্রনায়ক ফেরদৌস আর সংগীতশিল্পী কনা।
Advertisement
১ অক্টোবর থেকে আয়োজিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বটি অনুষ্ঠিত হবে ৭ অক্টোবর। এই প্রতিভা অন্বেষণের উদ্যোক্তা দিগন্ত সংগঠনের প্রধান ফারজানা লিটা। তিনি জানান, প্রবাসে যারা বাঙালি আছেন, যারা অন্য ভাষাভাষী হয়ে বাংলা সংস্কৃতি ভুলতে বসেছেন, তাদের আমাদের সংস্কৃতির সঙ্গে একাত্ম করতেই প্রথমবারের মতো এই উদ্যোগ।
প্রতিযোগিতায় ৮ বছর থেকে ২০ বছর পর্যন্ত বয়সসীমা ধরা হয়েছে। সিডনি থেকে চিত্রনায়ক ফেরদৌস জানান, ‘প্রবাসী বাঙালিদের মাঝে বাংলা সংস্কৃতি ছড়িয়ে দেয়ার জন্য এই উদ্যোগ। আমাদের বিষয়টি ভালো লেগেছে বলেই দিগন্তর এই আয়োজনে আমরা বাংলাদেশ থেকে উড়ে এসেছি।’
ফেরদৌস বলেন, ‘ইতোমধ্যেই আমরা বাছাই করে চূড়ান্ত পর্বের জন্য ২৪ জনকে নির্বাচন করেছি। এরপর তাদের আমরা গ্রুপিং করিয়েছি। এই ২৪ জনের মধ্যে গ্রুপ ‘এ’ এবং গ্রুপ ‘বি’ বিভাগের চারটি ক্যাটাগরিতে চারজনকে বিজয়ী ঘোষণা করা হবে। যাদের নির্বাচন করা হয়েছে, তাদের মধ্যে ভালো কয়েকজন প্রতিভা আমরা খুঁজে পেয়েছি। যাদের মধ্যে যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
Advertisement
৭ অক্টোবর সিডনির অরিয়ন থিয়েটারে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।
এমআরএম/জেআইএম