আন্তর্জাতিক

ভারতের হাসপাতালে একদিনে ৮ শিশুর মৃত্যু

ভারতের একটি হাসপাতালে একদিনেই আট শিশুর মৃত্যু হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের একটি হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। খবর বিবিসি।

Advertisement

বারপেটা শহরের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দুর্বল অবকাঠামো এবং চিকিৎসকদের অবহেলার কারণেই ওই শিশুদের মৃত্যু হয়েছে।

তবে স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, গত ২৪ ঘণ্টায় একদিন থেকে দুই মাস বয়সী বেশ কয়েকটি শিশু মৃত্যুর ঘটনা কাকতালীয়।ভারতে সর্বোচ্চ শিশু মৃত্যুহারে দ্বিতীয় অবস্থারে রয়েছে আসাম।

আসামের স্বাস্থ্যমন্ত্রী নিশ্চিত করেছেন যে, বুধবার বারপেটার ফকরুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। পরে আরও তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisement

স্বাস্থ্যমন্ত্রী হিমান্ত বিশ্বাস সরমা পিটিআই নিউজ এজেন্সিকে জানিয়েছেন, ওই শিশুরা শারীরিক জটিলতার কারণে মারা গেছে। কোনো ধরনের অবহেলার কারণে তাদের মৃত্যু হয়নি।

টিটিএন/এমএস