ইরাকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের উপর শক্তিশালী হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। আইএস দমনে শক্তিশালী জোট গঠনের পর গত দু’দিন ধরে দক্ষিণ-পশ্চিম বাগদাদ ও সিনজার পর্বতে হামলা চালানো হয়েছে।ইরাকি বাহিনীর অনুরোধ ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অনুমতি দেওয়ার পরপরই ব্যাপকহারে এ হামলা পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।এর আগে গত আগস্ট থেকে ইরাকে শুধু মার্কিন কর্মকর্তাদের নিরাপত্তা ও শরণার্থীদের উদ্ধারে আক্রমণ পরিচালনা করেছিল ওয়াশিংটন। এই প্রথমবারের মতো আইএস যোদ্ধাদের ওপর ব্যাপক আকারে হামলা শুরু হলো। এবারের অভিযানে ইতোমধ্যেই ১৬২টি বিমান হামলা চালিয়েছে দেশটি।
Advertisement