বিপিএলের প্রথম দুই আসরে দেশি-বিদেশি সব তারকা ক্রিকেটারকে চাপিয়ে সেরা হয়েছিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। পরের দুই আসরে তিনি সেরা হতে পারেননি। আর সর্বশেষ গত আসরে ঢাকা ডায়নামাইটসকে চ্যাম্পিয়ন করলেও নিজের পারফরম্যান্স ছিল খুবই হতাশাজনক। তবে এবার বিপিএলে দলীয় লক্ষ্যের পাশাপাশি নিজের লক্ষ্যই ঠিক করে ফেলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
Advertisement
আজ ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে নিজের লক্ষ্যের কথা জানাতে গিয়ে সাকিব বলেন, ‘প্রথম দুই বছর আমার ব্যক্তিগত লক্ষ্য ছিল। শেষ দুই বছর আমার দলের টার্গেট ছিল। তো, মেইন ফোকাসটা থাকবে, কিভাবে দলের বেস্ট পারফরম্যান্সটা বের করে আনা যায়। নিজে পারফরম্যান্সটাও গুরুত্বপূর্ণ। চেষ্টা থাকবে কিভাবে ভালো করতে পারি। দুটো দিকেই ফোকাস থাকবে এবার। তবে হ্যাঁ, শেষবার নিজের পফরম্যান্সটা সত্যিকার অর্থেই আমার স্ট্যান্ডার্ডে হতাশাজনক ছিল। এবার নিজের প্রতি নিজের এক্সপেকটেশন ও দলের এক্সপেকটেশন দুটোই যেন পূরণ করতে পারি সে দিকে খেয়াল থাকবে।’
এবার একদিকে দলের মালিক বেক্সিমকো গ্রুপ। দেশের বৃহত্তম ব্যবসায়িক প্রতিষ্ঠান। সে সঙ্গে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। কেমন চাপ অনুভব করছেন সাকিব? জবাবে তিনি বলেন, ‘চাপ তো সবকাজে সবসময়ই থাকে। আমাদের ফোকাসটা হল আমরা কতটা ভালো করতে পারি মাঠে। আসলে দিন শেষে ওটাই সবাই মূল্যায়ন করে। আমার মনে হয় শেষবার আমাদের সেরা দল ছিল কাগজে-কলমে, মাঠে সেটা প্রমাণও করেছি। এবারও আমাদের সেরা দল কাগজে-কলমে সেটা মাঠে প্রমাণ করতে হবে যে আমরা কত ভালোভাবে পারফর্ম করতে পারি।’
নিজেদের ওপর দারুণ আস্থা সাকিবের। এ কারণে তিনি বলেন, ‘আমার মনে হয় আমাদের যে লোকাল প্লেয়ার কালেকশন তা অন্য কোন টিমের কাছে নাই। ফরেন প্লেয়ারের কালেকশনও এতো ভাল আর কারও কাছে নেই বলে আমি বিশ্বাস করি। এখন আমার কাছে মাঠের খেলাটায় গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয়, এটা করতে পারলে আমাদের আর অন্যকিছু নিয়ে চিন্তা করতে হবে না। আসলে টেনশন চিন্তা করলেই টেনশন, চিন্তা না করলেই টেনশন না।’
Advertisement
আইএইচএস/জেআইএম