খেলাধুলা

সাকিবের বিশ্বাস : দ্বিতীয় টেস্টে ভালো করবে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের পর পরই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ। এই সিরিজের আগেই বাংলাদেশ দলের জন্য বজ্রপাতের মত খবরটা প্রকাশিত হয়। ৬ মাসের জন্য টেস্ট ক্রিকেট থেকে বিশ্রাম চেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যদিও শেষ পর্যন্ত বিসিবি তার ছুটি মঞ্জুর করেছে শুধুমাত্র দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের জন্য।

Advertisement

সাকিব আল হাসান না থাকার অর্থ, বাংলাদেশ দলের অর্ধেক শক্তি কমে যাওয়া। একদিকে যেমন তার বোলিং, অন্যদিকে ব্যাটিং। দুটি শক্তিশালী দিক নিয়ে তিনি হাজির হন প্রতিপক্ষের সামনে। ব্যাট কিংবা বল হাতে ভালো করতে না পারলেও তার দলে থাকাটাই প্রতিপক্ষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে।

পচেফস্ট্রম টেস্টে সাকিব না থাকার কারণে হোক কিংবা যে কোনো কারণেই হোক, বাংলাদেশ হেরেছে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে। দ্বিতীয় ইনিংসে ৯০ রানে অলআউট হয়ে যাওয়ার লজ্জায়ও পুড়েছে বাংলাদেশ। তার ওপর বাংলাদেশের বোলিং ছিল পুরোই নির্বিষ।

এমন পরিস্থিতিতে বাংলাদেশ দ্বিতীয় টেস্টে কেমন করবে? সাকিব আল হাসানের বিশ্বাস, ব্লুমফন্টেইনে আরও ভালো করতে পারবে বাংলাদেশ। কারণ বাংলাদেশের সে সামর্থ্য আছে। আজ বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের নতুন লোগো এবং জার্সি উন্মোচন অনুষ্ঠাণে উপস্থিত হয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন সাকিব।

Advertisement

সাকিবের কাছে প্রশ্ন ছিল, মাঠের বাইরে থাকলে খারাপ লাগে, এবার দল হারল। কেমন লাগছে সবমিলিয়ে? জবাবে সাকিব বলেন, ‘ভালো না করলে তো স্বাভাবিকভাবেই ভালো লাগার কোন কারণ নেই। তবে আমি আশা করছি যেন সেকেন্ড টেস্ট আরও বেশি ভালো করতে পারি।’

পরক্ষণেই সাকিব স্বীকার করেন দক্ষিণ আফ্রিকায় খেলা অনেক চ্যালেঞ্জিং। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা অনেক চ্যালেঞ্জিং একটা জায়গা। যে কোন দলের জন্যই সেখানে গিয়ে খেলাটা অনেক চ্যালেঞ্জিং ব্যাপার। আমাদের জন্য তা আরও বেশি। ২০০৮ সালে আমরা সর্বশেষ ওখানে গিয়েছি। তো প্রায় ১০ বছর পর আবার সেখানে আবার গেলাম। দলের বেশিরভাগ ক্রিকেটারই সেখানে খেলার অতীত অভিজ্ঞতা নেই। স্বাভাবিকভাবেই আমাদের অনেক সংগ্রাম করতে হবে।’

সাকিব নিশ্চিত, বাংলাদেশ বাউন্স ব্যাক করতে পারবে। তিনি বলেন, ‘আমি নিশ্চিত, আমাদের এখন দলের যে অবস্থা তাতে তারা বাউন্স ব্যাক করার সামর্থ্য রাখে,তারা বাউন্স ব্যাক করবেও এবং আমরা এবার প্রতিযোগিতামূলক একটি ম্যাচ দেখতে পারব।’

সাকিবের কাছে আবারও প্রশ্ন, দ্বিতীয় টেস্টে কেমন করতে পারে বাংলাদেশ? জবাবে তিনি বলেন, ‘ওই তো বললামই, যতই চ্যালেঞ্জিং হোক কন্ডিশন কিংবা দল, আমাদের সামর্থ্য আছে যে আমরা ভালো করতে পারব। সেটা যে দলই হোক, যে কন্ডিশনই হোক বা যে পরিস্থিতিই হোক। তো, এই বিশ্বাসটা আমার মধ্যে আছে, দলে যারা আছে তাদের সবার মধ্যেও আছে। তারাও ভাবছে পরের ম্যাচে কামব্যাক করার জন্য।’

Advertisement

আইএইচএস/আইআই