জাতীয়

সর্বোচ্চ করদাতারা সিআইপি মর্যাদা পাচ্ছেন

দেশের সর্বোচ্চ করদাতাদের সিআইপি (কমার্শিয়াল ইমপরটেন্ট পারসন) মর্যাদা দেওয়ার ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ।মঙ্গলবার সকালে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত জাতীয় আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।এসময় এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেনসহ সংস্থাটির বিভিন্ন সদস্য, কমিশনার ও সচিবরা উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, দেশ স্বাধীনের পর আমরা শূন্য হাতে শুরু করেছি। ১৯৭২-৭৩ সালে ছোট আকারের বাজেটের পরও জাতীয় আয়ে আয়করের অবদান ছিলো মাত্র ১০ শতাংশ। এখন বিশাল অংকের বাজেট করা হলেও তাতে আয়করের অবদান ৩২ শতাংশ।আয়কর মেলার মাধ্যমে জনসচেতনতা ও করদানে উৎসাহীত করার মাধ্যমে ২০২১ সালের মধ্যে জাতীয় আয়ে আয়করের অবদান ৪০ শতাংশে উন্নীত করা হবে।তিনি বলেন, দেশে ১৬ কোটি মানুষের মধ্যে মাত্র ১৮ লাখের টিআইএন নম্বর আছে। এর মধ্যে নিয়মিত কর পরিশোধ করেন ১২ লাখ মানুষ। তবে যারাই কর পরিশোধ করেন তাদের টাকায় দেশের উন্নয়ন হয় বিধায় তারা দেশের সম্মানিত ব্যক্তি। সেরা করদাতাদের বিশেষভাবে সম্মানিত করার জন্য অর্থমন্ত্রীর সাথে কথা বলে শিগগিরই  বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) মর্যাদা দেওয়া হবে।বাণিজ্যমন্ত্রী বলেন, গত বছরের মেলার মাধ্যমে ১ লাখ ৩২ হাজার লোক সরাসরি আয়কর প্রদাণ করেছেন। আর কর সেবা নিযেছেন ৬ লাখের বেশি করদাতা। এবারের মেলার মাধ্যমে আরও অনেক বেশি লোককে কর সেবা প্রদাণ করা হবে বলে আশা করেন তিনি।

Advertisement