স্বাস্থ্য

সাত জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ

দেশের সাত জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। জেলাগুলো হলো: গাইবান্ধা, নওগাঁ, নড়াইল, পটুয়াখালী, মুন্সীগঞ্জ, বান্দরবান ও শেরপুর। রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পারসোনাল-২) শাখার উপসচিব এ কে এম ফজলুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

Advertisement

স্বাস্থ্য অধিদফতরের সহকারি পরিচালক (ওএসডি) ডা. মো. আবদুস শাকুরকে গাইবান্ধার সিভিল সার্জন, নওগাঁ শাহাপারের উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. মমিনুল হককে নওগাঁর সিভিল সার্জন (চলতি দায়িত্ব), শেরপুরের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) ডা. মো. আসাদ-উজ-জামানকে নড়াইলের সিভিল সার্জন (চলতি দায়িত্ব), রংপুর আইএইচটিতে সংযুক্ত সহকারি পরিচালক (ওএসডি) ডা. শাহ মোজাহেদুল ইসলামকে মুন্সীগঞ্জের সিভিল সার্জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক (প্রশাসন) ডা . মো. হাবিবুর রহমানকে মুন্সীগঞ্জের সিভিল সার্জন, বান্দরবানের ডেপুটি সিভিল সার্জন অংসুই মারমাকে বান্দরবানের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) ও রাজশাহী মেডিকেল কলেজের সহকারি পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. মো. রেজাউল করিমকে শেরপুরের সিভিল সার্জন পদে নিয়োগ দেয়া হয়।

এমইউ/এআরএস/আরআইপি

Advertisement