দেশজুড়ে

মানিকগঞ্জে ইলিশ ধরায় ১৪ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ মাছ ধরার অপরাধে মানিকগঞ্জের শিবালয়ে ১৪ জন জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে চারজনকে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

Advertisement

বুধবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার কামাল মোহাম্মদ রাশেদ এ দণ্ডাদেশ দেন ।

এক বছরের দণ্ডপ্রাপ্তরা হলেন- নজরুল ইসলাম, আজাদ, আনিছ, মিন্টু, আলামিন, মোস্তফা, আসলাম মন্ডল, শাহাদত, ইকবাল, শামীম, মুল্লুকজান, সাইদুর, জসিম ও ইয়াকুব। এছাড়া সুজাত,মিলন,জব্বার ও আজিজুলকে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়।

শিবালয় উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, সন্ধ্যায় যমুনা নদীতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এ সময় প্রায় এক মণ ইলিশ ও ৫০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।

Advertisement

আটকদের মধ্যে চারজন কলেজছাত্র সৌখিন মাছ শিকারী হওয়ায় আদালত তাদের বিষয়টি বিবেচনায় এনে শুধুমাত্র জরিমানা করেন। জব্দ করা ইলিশ মাছগুলো এতিম খানা ও গরীবদের মাঝে বিতরণ করা হবে বলে জানান তিনি।

বি.এম খোরশেদ/আরএআর/এমএস