উইকেট দেখে খুশি হওয়ার কি আছে? নিজের কাজটা তো ঠিকভাবে করতে হবে! বাংলাদেশের পেস সেনসেশন মোস্তাফিজুর রহমানের এমন উপলব্ধির কারণটাও স্পষ্ট। পচেফস্ট্রমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট হারের পর যে বোলারদের রীতিমত ধুয়ে দিয়েছিলেন দলপতি মুশফিকুর রহিম।
Advertisement
ব্লুমফন্টেইনে ঘাসের উইকেট হবে শোনার পরও সেজন্যই বোধ হয় বাড়তি উচ্ছ্বাস নেই মোস্তাফিজের। মোস্তাফিজের এমন জবাব অবশ্য নতুন নয়, তাকে বরাবরই মৃদুভাষী হিসেবে দেখে এসেছেন সবাই!
আর যাই হোক; আগেভাগেই আন্দাজ করা যাচ্ছে, প্রথম টেস্টের মত ম্যাড়ম্যাড়ে হবে না ম্যানগাউং ওভালের উইকেট। উইকেটে সবুজ ঘাস রয়েছে, গতি আর বাউন্স তাই এই উইকেটে প্রাণের সঞ্চার করারই কথা। পেসারদের জন্য এমন উইকেটই তো চাই! উইকেট দেখে কতটা রোমাঞ্চিত মোস্তাফিজ? টাইগার দলের কাটার মাস্টার নির্বিকার ভঙ্গিতেই বললেন, ‘আমি উইকেট দেখে খুশি হই না। বল অনেক দ্রুত যাবে, তার জন্য যে আমি খুশি এমন না। আমি খেললে আমার কাজ হল, আমি কিভাবে ভালো করব। আমি ভালো করলে আমার দলের উপকার হবে।’
তাই বলে কি উইকেটটা একটু দেখারও ইচ্ছে হয়নি তার? মোস্তাফিজ বললেন, ‘আসলে উইকেট সেভাবে দেখিনি। পাশ দিয়ে গেছি। গত ম্যাচের উইকেটের চেয়ে এটা অনেক ভালো উইকেট।’
Advertisement
তবে উইকেট যেমনই হোক, আগে তো নিজেদের ভালো করতে হবে। দলকে সাফল্য এনে দিতে সেই চেষ্টাটাই করে যেতে চান মোস্তাফিজ। তিনি বলেন, ‘কি করলে দলের আরও ভালো হবে সেই চেষ্টা থাকবে। (সবুজ উইকেট নিয়ে) ওইভাবে কোনো ভাবনা নেই। ভালো বোলিং করতে পারলে যে কোনো উইকেটই ভালো।’
এমএমআর/জেআইএম