আন্তর্জাতিক

মুখোমুখি নওয়াজ-আসিফ

সেনাবাহিনীর পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে মুখোমুখি হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। এই ইস্যুকে কেন্দ্র করে বুধবার জারদারির সঙ্গে পূর্বনির্ধারিত একটি বৈঠকও বাতিল করেছেন নওয়াজ শরিফ। খবর ডন। পাকিস্তানের তথ্যমন্ত্রী পারভেজ রশিদ বলেন, সাবেক প্রেসিডেন্টের সেনাবাহিনী নিয়ে বলার সময় সতর্কতা অবলম্বন করা উচিত ছিল। সেনাবাহিনী যখন জঙ্গি এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে তখন তাদের নিয়ে এ ধরনের মন্তব্য করা উচিত হয়নি।এদিকে এক বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসীদের বিরুদ্ধে চলা অভিযান একটা সংকটকাল পার করছে। আমাদের উচিত এ বিষয়ে ঐক্যবদ্ধ হওয়া। প্রধানমন্ত্রী আরো বলেন, বেসামরিক এবং সামরিক নেতৃত্বের যৌথ প্রচেষ্টাই গণতন্ত্রকে শক্তিশালী করেছে।মঙ্গলবার পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান জারদারি সেনাবাহিনীর বিরুদ্ধে তার দলের নেতাদের হত্যার অভিযোগ আনেন।তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই হত্যাকাণ্ড বন্ধ না করলে তিনি অনেক সামরিক জেনারেলের কুকর্মের তথ্য ফাঁস করে দেবেন।সাবেক এই প্রেসিডেন্ট বলেন, সেনাবাহিনীর প্রধানরা প্রতি তিন বছর পর আসেন আর যান। কিন্তু রাজনৈতিক নেতৃত্ব বহাল থাকে। তিনি আরো বলেন, আমরা দেশ সম্পর্কে ভাল জানি এবং কিভাবে দেশ পরিচালনা করতে হয় তাও জানি।এসকেডি/আরআইপি

Advertisement