আন্তর্জাতিক

ব্যাংক ডাকাতি করেছেন লাস ভেগাসের ঘাতকের বাবা

লাস ভেগাসের ঘাতক স্টিফেন প্যাডকের নাম অতীতে কোনো অপরাধের সঙ্গে না জড়ালেও তার বাবা বেঞ্জামিন হসকিন্স প্যাডক ব্যাংক ডাকাতি করে দোষী সাব্যস্ত হয়েছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ। গাড়ি চুরির সঙ্গেও জড়িত ছিলেন তিনি। পরে কারাদণ্ড হলেও জেল থেকে পালিয়ে যান হসকিন্স।

Advertisement

১৯৬৯ সালে এফবিআই ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায়ও তার নাম ছিল। ১৯৭৮ সালের আগে সে ধরা পড়েনি। তখন তার ছেলে স্টিফেন ১৫ বছরের কিশোর।

স্টিফেন প্যাডকের ভাই এরিক অরল্যান্ডোয় সাংবাদিকদের কাছে দাবি করেছেন, শৈশবে তারা দু’ভাই বাবাকে কাছে পাননি। নির্মাণ ব্যবসায় স্টিফেনের বড়সড় লগ্নি ছিল। হাতে প্রচুর ধনসম্পত্তিও ছিল।

তবে এরিক ভাইয়ের এই ভয়ানক রূপ জানার পরে স্তম্ভিত হয়ে গেছেন। ভাইয়ের জুয়ায় নেশা ছিল তা জানতেন। হ্যান্ডগান, রাইফেলের কথাও জানতেন কিন্তু বিদ্বেষ, হিংসা, রাজনীতি, ধর্ম এ সবে স্টিফেনের কোনো উৎসাহ ছিল না বলে দাবি এরিকের।

Advertisement

টিটিএন/আইআই