শুক্রবার থেকে পবিত্র রমজান শুরু হবে। পবিত্র রমজান মাসে সিয়াম সাধনায় রয়েছে অনেক আশ্চর্য রকমের উপকারিতা। যথাযথ নিয়মে রোজা পালন করলে শারীরিক ও মানসিকভাবে মেলে নানা উপকার। রোজা রাখলে সাধারণত আমাদের যে সকল উপকার হয়...ক. তাকওয়া অর্জন হয়। আল্লাহ বলেন, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে। যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল। যাতে তোমরা তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন করতে পার। (সুরা বাক্বারা : আয়াত ১৮৩)।খ. শয়তানের কর্তৃত্ব দুর্বল হয়। কারণ রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়। যখনই মানুষ কম খায় তখন তার প্রবৃত্তির চাহিদা দুর্বল হয়। ফলে সে গুনাহের কাজ হতে বিরত থাকে।গ. গুনাহ-পাপাচার থেকে অঙ্গ-প্রত্যঙ্গের সংরক্ষণ করে।ঘ. ধৈর্যের অনুশীলন হয়। কারণ রমজান মাস ধৈর্যের মাস।ঙ. রোজা স্বাস্থ্যের জন্য উপকারী।চ. রোজা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ।সর্বোপরি যখনি মানুষ ক্ষুধার কষ্ট অনুধাবন করে তখনই রোজা গরিব, দুঃখী, অনাথদের দুঃখ-দুর্দশা অনুধাবন করতে এবং তা লাঘবে এগিয়ে আসতে ধনীদের উৎসাহ জোগায়।তথ্য সূত্র : (কুরআনুল কারীম, সহিহ বুখারী, মুসলিম)পরবর্তী লেখা : তারাবীহ নামাজের বিধানজাগোনিউজ২৪ডটকমের সঙ্গে থাকুন। রমজান সম্পর্কিত সুন্দর সুন্দর ইসলামি আলোচনা পড়ুন। কোরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে রমজানের রহমত, বরকত ও মাগফেরাত অর্জন করুন। আমীন, ছুম্মা আমীনবিএ
Advertisement