অর্থনীতি

ইন্দো বাংলা ফার্মাসিটিক্যালসের আইপিও অনুমোদন

পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ সংগ্রহের জন্য ইন্দো বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেডকে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

Advertisement

মঙ্গলবার বিএসইসির ৬১৩ তম কমিশন সভায় এই আইপিও অনুমোদন দেয়া হয়। বিএসইসি সূত্র জানায়, ইন্দো বাংলা ফার্মাসিটিক্যালসকে ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন। কোম্পানিটি পুঁজিবাজারে দুই কোটি শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা উত্তোলন করবে।

৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ২ টাকা ৬২ পয়সা। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ১১ টাকা ৬৩ পয়সা।

কোম্পানিটি আইপিওর মাধ্যমে পুঁজি সংগ্রহ করে কারখানা, প্রশাসনিক ভবন, গুদাম, গ্যারেজের ভবন নির্মাণ ও মেশিনারিজ ক্রয় এবং আইপিওর খরচে ব্যয় করবে।

Advertisement

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এএফসি ক্যাপিটাল, ইবিএল ইনভেস্টমেন্ট এবং সিএপিএম অ্যাডভাইজারি লিমিটেড।

এসআই/ওআর/আইআই