খেলাধুলা

দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় মাহমুদউল্লাহর

ঘরের মাঠে প্রথমে ইংল্যান্ড পড়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টেও নিজেদের শক্তির জানান দিয়েছিল বাংলাদেশ। তাই দক্ষিণ আফ্রিকা সফরে সমর্থকদের স্বপ্নটা একটু বেশিই ছিল। তবে বোলারদের সঙ্গে ব্যাটসম্যানদের ব্যর্থতায় সিরিজের প্রথম টেস্টে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে পরাজয়ের স্বাদ পায় মুশফিক বাহিনী।

Advertisement

এদিকে দ্বিতীয় টেস্টের নামার আগে আত্মবিশ্বাসী মাহমুদউল্লাহ জানালেন ঘুরে দাঁড়ানোর কথা। মঙ্গলবার পচেফস্ট্রুমে স্পোর্টস ভিলেজে সাংবাদিকদের রিয়াদ জানান, “উইকেট খুব ভালো ছিল। তবে আমরা চেয়েছিলাম ব্যাটিংটা সেভাবে করতে পারিনি। ম্যাচে ছোট ছোট অনেকগুলো ভুল করেছি। তবে দ্বিতীয় টেস্টে আমরা ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী।” দ্বিতীয় ইনিংসে মাত্র ৯০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। আর স্কোর বোর্ডে ৪১ রান যোগ করতেই শেষ ৮ উইকেট হারায় বাংলাদেশ। ব্যাটিংয়ে এমন ধসের পরও দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া মাহমুদউল্লাহ। এ নিয়ে তিনি বলেন, প্রথম টেস্টে আমরা ভালো খেলিনি। ৩০-৪০ রানের ইনিংসগুলো আরও বড় করতে পারলে প্রথম ইনিংসের চেহারা অন্য রকম হতে পারত। এখন দ্বিতীয় টেস্টে ফিরে আসতে হবে, এটাই মূল বিষয়।

উল্লেখ্য, আগামী ৬ অক্টোবর ব্লুমফন্টেইনে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে আছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

এমআর/আইআই

Advertisement