উপসাগরীয় দেশগুলোর কূটনৈতিক অবরোধের মধ্যেই কাতারে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার বিশ্বের সবচেয়ে ধনী দেশ কাতারে পৌঁছেন পররাষ্ট্রমন্ত্রী জাবেদ জারিফ।
Advertisement
ওমান সফরের একদিন পরই জাবেদ জারিফ দোহায় পৌঁছে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। ইরানের সঙ্গে গত আগস্টে পুনরায় কূটনৈতিক সম্পর্ক চালুর পর তিনি প্রথমবারের মতো দোহায় আসেন।
ইতোমধ্যে কাতারের আমির ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জাবেদ জারিফ।
প্রসঙ্গত, ইরানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, মুসলিম ব্রাদারহুড, আল কায়েদা, ইসলামিক স্টেটসহ বিভিন্ন জঙ্গি সংগঠনকে সমর্থন, অর্থায়ন ও লালন-পালনের অভিযোগে গত ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি জোট।
Advertisement
সঙ্কট নিরসনে দোহাকে দফায় দফায় শর্ত দিয়েছে সৌদি জোট। তবে বরাবরই সৌদি জোটের অভিযোগ অস্বীকার করে আসছে দোহা।
সূত্র : আল জাজিরা
কেএ/এমএস
Advertisement