ক্যাম্পাস

জাবিতে ‘আত্ম-মূল্যায়ন কার্যক্রম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের আয়োজনে ‘Workshop on Self-Assessment activities’(‘আত্মমূল্যায়ন কার্যক্রম’) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। বুধবার সকাল ১০ টায়  বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, জাতি বিশ্বাস করে যে, শিক্ষকগণ যথাযথ আচরণ শিখেই শিক্ষকতার পেশায় এসেছেন। শিক্ষকদের দায়িত্ব হলো ছাত্রদেরকে সেই আচরণ শেখানো, যা ‘ছাত্রদের আচরণ’ হওয়া উচিত।উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা পড়তে আসে। তাই স্বাভাবিকভাবেই আমরা মনে করি, বিশ্ববিদ্যালয়ে এসে বিভিন্ন সংস্কৃতির সঙ্গে তাদের সম্মিলন ঘটে। তারপরও শিক্ষার্থীদের ভেতরকার আচার-আচরণের পরিবর্তনের দায়িত্ব শিক্ষকগণকে পালন করতে হবে।তিনি বলেন, দায়িত্বশীলতা শিক্ষা দিতে চাইলে কিংবা শিক্ষার্থীর কাছে অনুকরণীয় হতে হলে শিক্ষকগণকে আগে আদর্শবান হতে হবে। উপাচার্য আশা প্রকাশ করেন যে, শিক্ষক মূল্যায়নের মাধ্যমে একজন শিক্ষক আগে নিজেকে চিনতে পারবেন। নিজেকে যে চিনে, সেই পারে অন্যকে সহযোগিতা করতে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের। সভাপতিত্ব করেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক নীলাঞ্জন কুমার সাহা। আরো বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি)’র পরিচালক অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার এবং অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শাহেদুর রশিদ ও অধ্যাপক ড. তপন কুমার সাহা, বিভাগীয় সভাপতি ড. শেখ আবু তাহের এবং বিভাগীয় শিক্ষক মোহাম্মদ শওকত হোসেন। কর্মশালায় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।হাফিজুর রহমান/এসএইচএস/আরআই

Advertisement