খেলাধুলা

ছয় সপ্তাহ মাঠের বাইরে মোরাতা

দুর্ভাগ্য যেন পিছুই ছাড়ছে না চেলসির। শনিবার ঘরের মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচে তারা হেরেছে ম্যানচেস্টার সিটির কাছে। ওই ম্যাচেই হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া আলভিরো মোরাতাকে নিয়ে এবার নতুন দুঃসংবাদ শুনলো ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। স্প্যানিশ স্ট্রাইকারের এমআরএই স্ক্যান থেকে জানা গেছে, কমপক্ষে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

Advertisement

শনিবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচের পর স্পেন জাতীয় দলের পক্ষ থেকে রোববার এমআরই স্ক্যান করানো হয়েছে মোরাতাকে। ব্রিটিশ গণমাধ্যমের খবর, চোটের যা ধরণ, তাতে আগামী ছয় সপ্তাহ মাঠে ফিরতে পারবেন না চেলসি স্ট্রাইকার।

মোরাতাকে হারানোর সংবাদ শুনে তার স্থলাভিষিক্ত হিসেবে অ্যাটলেটিকো বিলবাওয়ের আরিটজ আদুরিজকে দলে ডেকেছেন স্পেন ম্যানেজার জুলিয়ান লোপেটেগুই। কেননা সামনেই আলবেনিয়া এবং ইসরাইলের বিপক্ষে ২০১৮ বিশ্বকাপের কোয়ালিফাইং ম্যাচ আছে স্পেনের।

ইনজুরির কারণে স্পেন এই ম্যাচগুলোয় পাচ্ছে না বার্সেলোনার আন্দ্রেস ইনিয়েস্তা এবং রিয়াল মাদ্রিদের দানি কার্ভাজালকেও। তাদের পরিবর্তে ডাক পেয়েছেন লাস পালমাসের জোনাথান ভিয়েরা এবং রিয়াল সোসিয়েদাদের আভারো অদ্রিওজোলা।

Advertisement

এমএমআর/এমএস