ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন আইন-২০১৫ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। আদালত সামরিক ফরমান বাতিল এবং সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস হওয়ায় ১৯৭৯ সালের এ সংক্রান্ত অধ্যাদেশ বিলুপ্ত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে এই বিলটি আনা হয়েছে।বুধবার জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পরে এটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। এর আগে গত ১৬ মার্চ মন্ত্রীসভার বৈঠকে বিলটি অনুমোদন দেওয়া হয়। চলতি অধিবেশনে বিলটি পাস হওয়ার কথা রয়েছে।বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ব ব্যাংক গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন দেশের বেসরকারি খাতে অর্থায়ন ও পরামর্শ সেবা দিয়ে প্রবৃদ্ধি বাড়াতে ভূমিকা রাখছে। কিন্তু সংবিধান পঞ্চদশ সংশোধনী পাস হওয়ায় ১৯৭৯ সালে জারি করা এ সংক্রান্ত অধ্যাদেশের কার্যকারিত রহিত হয়েছে। যে কারণে অধ্যাদেশটি আইনে পরিণত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।এছাড়া আইনটি কার্যকর হলে প্রতিষ্ঠানটি বেসরকারি খাতের উন্নয়নে আরো অধিকতর ভূমিকা রাখবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেছেন।এইচএস/আরএস/আরআই
Advertisement