১৮৫০ এর দশকেই তোলা হয়েছিল বিশ্বের প্রথম সেলফি। আর এই সেলফি হালের ফ্যাশন তাই দেড়শ বছরের পুরোনো! এই সেলফিটি তুলেছিলেন অস্কার গুস্তাভ রাজল্যান্ডার। ভিক্টরীয় যুগের বিখ্যাত সুইডিশ আর্ট ফটোগ্রাফার অস্কার গুস্তাভ।বিখ্যাত প্রকৃতিবিজ্ঞানী চালর্স ডারউইনের `দ্য এক্সপ্রেশন অব দ্য ইমোশনস ইন ম্যান অ্যান্ড অ্যানিম্যালস` বইয়ের অলঙ্করণ তিনিই করেছিলেন।আর্ট ফটোগ্রাফির জনক হিসেবে খ্যাত অস্কার গুস্তাভের কয়েকটি ছবিসহ একটি বই সম্প্রতি নিলামে উঠেছিল। ইংল্যান্ডে বইটি ৭০ হাজার পাউন্ডে (বাংলাদেশি টাকায় ৮৭ লাখ ৬৭ হাজার) বিক্রি হয়।এই বইতে থাকা অস্কার গুস্তাভের একটি ছবিই পৃথিবীর প্রথম সেলফি, এমনটাই প্রচার হচ্ছে গণমাধ্যমগুলোয়। ছবিটিতে গুস্তাভের পাশে তার স্ত্রী হ্যালাম টেনিসনকেও দেখা যায়। সূত্র : এনডিটিভি।
Advertisement