আন্তর্জাতিক

লাস ভেগাসের শোক নামল আইফেল টাওয়ারে

লাস ভেগাসের শোক যেন আইফেল টাওয়ারে নেমে এসেছে। সোমবার রাতে টাওয়ারটির আলো নিভিয়ে লাস ভেগাস এবং মারসিলিতে হামলার ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করা হয়।

Advertisement

লাস ভেগাসের একটি কনসার্টে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ৫৯ জন নিহত হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছে আরো প্রায় ৫২৭ জন।

এক অস্ত্রধারী শহরের একটি সংগীত অনুষ্ঠান চলাকালীন সময় লোকজনের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। স্থানীয় সময় রোববার রাতে মানদালয় বে হোটেল অ্যান্ড ক্যাসিনোর ৩২ তলা থেকে হামলা চালান এক বন্দুকধারী।

অপরদিকে ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মারসিলির প্রধান রেল স্টেশনে রোববার সকালে এক ব্যক্তি ছুরিকাঘাতে দুই তরুণীকে হত্যা করেন।

Advertisement

দু’টি হামলার ঘটনাতেই দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। সংগঠনটির যোদ্ধারা এসব হামলা চালিয়েছে বলে আইএসের মুখপত্র আমাক নিউজ এজেন্সির খবরে জানানো হলেও কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

আইফেল টাওয়ার অন্ধকারে পরিণত হওয়ার আগে প্যারিসের মেয়র আন্নে হিদালগো বলেছেন, মারসিলি এবং লাস ভেগাসে নিহতদের প্রতি শোক জানাতে আজ মধ্যরাত থেকে আইফেল টাওয়ারের আলো নিভিয়ে রাখা হবে।

এবারই প্রথম নয়, এর আগেও বেশ কিছু সন্ত্রাসী হামলার ঘটনায় আইফেল টাওয়ারের আলো নিভিয়ে শোক জানিয়েছে ফ্রান্স।

টিটিএন/জেআইএম

Advertisement